Cover PhotoCover Photo

অংশীদার

অংশীদারিত্ব

রবি আজিয়াটা লিমিটেড একটি পাবলিক লিমিটেড কোম্পানি, যেখানে আজিয়াটা গ্রুপ বেরহাদ অব মালয়েশিয়ার স্টেক ৬১.৮২%, ভারতী এয়ারটেল অব ইন্ডিয়ার স্টেক ২৮.১৮% ও বাকি ১০% স্টেকহোল্ডার সাধারণ জনগণ। ২০২০ সালের ২৪ শে ডিসেম্বর, দেশের সর্বকালের বৃহত্তম আইপিও নিয়ে ঢাকা ও চট্টগ্রামের টুইন স্টক মার্কেটে এই কোম্পানি আত্মপ্রকাশ করে।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, বাংলাদেশ ও কম্বোডিয়াতে গুরুত্বপূর্ণ কার্যক্রমের মধ্য দিয়ে এশিয়ার টেলিযোগাযোগ শিল্পে আজিয়াটা এক উদীয়মান শক্তি। এছাড়া ভারত, সিঙ্গাপুর, ইরান, পাকিস্তান ও থাইল্যান্ডে মোবাইল যোগাযোগ ও টেলিযোগাযোগের অন্যান্য ক্ষেত্রেও মালয়েশিয়া ভিত্তিক এই হোল্ডিং সংস্থার প্রযুক্তিগত কার্যক্রম ও বিনিয়োগ রয়েছে। সাবসিডিয়ারি ও সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে আজিয়াটা গ্রুপ বারহাদ-এর ১২ কোটি মোবাইল গ্রাহক রয়েছে এবং এটি মালয়েশিয়ার স্টক এক্সচেঞ্জ ‘বার্সা মালয়েশিয়া’র অন্তর্ভূক্ত।

ভারতী এয়ারটেল লিমিটেড একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক টেলিকমিউনিকেশনস্ কোম্পানি যার কার্যক্রম এশিয়া ও আফ্রিকার ২০টি দেশে বিস্তৃত। এর সদর দপ্তর ভারতের নয়া দিল্লীতে অবস্থিত। গ্রাহক সংখ্যার বিচারে বিশ্বের সর্ববৃহৎ ৪টি মোবাইল সেবা প্রদানকারীর মধ্যে একটি। ভারতে এই কোম্পানির সেবাগুলোর মধ্যে রয়েছে টুজি, থ্রিজি, ফোরজি ওয়্যারলেস সেবা, মোবাইল বাণিজ্য, ফিক্সড লাইন সেবা, হাই স্পিড ডিএসএল ব্রডব্যান্ড, আইপিটিভি, ডিটিএইচসহ বিভিন্ন ক্যারিয়ারের জন্যে জাতীয় ও আন্তর্জাতিক লং ডিসট্যান্স সেবাসমূহ। অন্যান্য ভূখণ্ডে এটি টুজি, থ্রিজি ওয়্যারলেস ও মোবাইল বাণিজ্য সেবা প্রদান করছে। ২০১৪ সালের নভেম্বরের শেষে ভারতী এয়ারটেল কোম্পানি’র গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৩০ কোটি ৭ লাখ।