রবি আজিয়াটা লিমিটেড একটি পাবলিক লিমিটেড কোম্পানি, যেখানে আজিয়াটা গ্রুপ বেরহাদ অব মালয়েশিয়ার স্টেক ৬১.৮২%, ভারতী এয়ারটেল অব ইন্ডিয়ার স্টেক ২৮.১৮% ও বাকি ১০% স্টেকহোল্ডার সাধারণ জনগণ। ২০২০ সালের ২৪ শে ডিসেম্বর, দেশের সর্বকালের বৃহত্তম আইপিও নিয়ে ঢাকা ও চট্টগ্রামের টুইন স্টক মার্কেটে এই কোম্পানি আত্মপ্রকাশ করে।
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, বাংলাদেশ ও কম্বোডিয়াতে গুরুত্বপূর্ণ কার্যক্রমের মধ্য দিয়ে এশিয়ার টেলিযোগাযোগ শিল্পে আজিয়াটা এক উদীয়মান শক্তি। এছাড়া ভারত, সিঙ্গাপুর, ইরান, পাকিস্তান ও থাইল্যান্ডে মোবাইল যোগাযোগ ও টেলিযোগাযোগের অন্যান্য ক্ষেত্রেও মালয়েশিয়া ভিত্তিক এই হোল্ডিং সংস্থার প্রযুক্তিগত কার্যক্রম ও বিনিয়োগ রয়েছে। সাবসিডিয়ারি ও সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে আজিয়াটা গ্রুপ বারহাদ-এর ১২ কোটি মোবাইল গ্রাহক রয়েছে এবং এটি মালয়েশিয়ার স্টক এক্সচেঞ্জ ‘বার্সা মালয়েশিয়া’র অন্তর্ভূক্ত।
ভারতী ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি যা সিঙ্গাপুরে নিবন্ধিত ও প্রতিষ্ঠিত।
কোম্পানিটির প্রধান কাজ হচ্ছে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ এবং এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও সেবা প্রদান করা। এক্ষেত্রে সাবমেরিন কেবল সিস্টেমস এবং সংশ্লিষ্ট স্থলভাগীয় নেটওয়ার্ক ব্যবহার করে কোম্পানিটি। তারা ক্যারিয়ার গ্রাহকদের কাছে বিক্রয়, লিজ অথবা অন্যান্য উপায়ে পাইকারি দরে ব্যান্ডউইথ এবং সংশ্লিষ্ট টেলিযোগাযোগ সেবা সরবরাহ করে থাকে কোম্পানিটি।