Cover PhotoCover Photo

কমিউনিটি এঙ্গেইজমেন্ট ইনিশিয়েটিভ

১। সরকারের শ্রম কল্যাণ তহবিলে রবি’র অবদান

২০১৮ সালে অর্জিত মুনাফার জন্য সরকারের শ্রম কল্যাণ তহবিল (শ্রমিক কল্যাণ তহবিল) এ রবি অবদান রেখেছিল। কন্ট্রিবিউশনটি রবি'র শ্রমিকদের লাভের অংশীদারিত্ব তহবিল (ডব্লুপিপিএফ) থেকে করা হয়েছিল।

রবি’র পক্ষে, কোম্পানির চিফ হিউম্যান রিসোর্স অফিসার মোঃ ফয়সাল ইমতিয়াজ খান ও ভাইস প্রেসিডেন্ট, পলিসি অ্যান্ড স্টেকহোল্ডার দেওয়ান নাজমুল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সংসদ সদস্যকে ১৩,৯৯৮,৩০০ টাকার চেক হস্তান্তর করেন।

২। চট্টগ্রামে ২৭ তম রবি-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেশের মর্যাদাপূর্ণ বিতর্ক প্রতিযোগিতার ২৭ তম সংস্করণ, "রবি-দৃষ্টি বিতর্ক চ্যাম্পিয়নশিপ ২০১৯" চট্টগ্রামে সফলভাবে শেষ হয়েছে। প্রতিযোগিতায় ৩২ টি স্কুল, ২৪ টি বিশ্ববিদ্যালয় এবং ১৬ টি কলেজ সহ মোট ৮৪ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

স্কুল বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়; বিশ্ববিদ্যালয় পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান অর্জন করে এবং কলেজ পর্যায়ে হাজী মুহাম্মদ মহসিন কলেজ চ্যাম্পিয়ন হয়।

দৃষ্টি ডিবেট ক্লাব আয়োজিত রবি-দৃষ্টি বিতর্ক চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানটি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। মাননীয় তথ্যমন্ত্রী, ডাঃ হাসান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

৩। ডিজিটাল কেন্দ্র থেকে এটুআই সহ রবি পাইলট গ্রাহক সেবা

দেশজুড়ে অবস্থিত ৫,২৯৫ টিরও বেশি ডিজিটাল সেন্টার (ডিসি) থেকে রবি’র গ্রাহক সেবা সরবরাহ করার লক্ষ্যে সংস্থাটি আইসিটি বিভাগের অ্যাস্পায়ার টু ইনোভেট (এ টু আই) এর সহযোগিতায় বন্দর নগরীতে ২০০ উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে ২০১৯ সালে একটি প্রকল্প চালু করে।

জেক্টটিতে প্রাথমিকভাবে গ্রাহকদের নতুন সিম রেজিস্ট্রেশন, রবি অ্যাপ প্ল্যাটফর্মের মাধ্যমে রিচার্জ, এমএনপি সেবা, ইউটিলিটি বিল পরিশোধ, বিডিটিকেটস প্ল্যাটফর্ম থেকে বাসের টিকিট কেনা, রবি’র অ্যাপস্টোর-বিডিএপস থেকে ডিজিটাল সেবা গ্রহণ, রবি-টেন মিনিট স্কুল-এ শিক্ষণীয় কন্টেন্টে এক্সেস এবং ডিসি থেকে রবিক্যাশের মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবাসমূহ অন্তর্ভুক্ত থাকছে। এটিকে সারা দেশের গ্রাহকদের জন্য একটি পূর্ণাঙ্গ গ্রাহক সেবা কেন্দ্রতে রূপ দিতে আগামীতে অন্যান্য সার্ভিসও যুক্ত করা হবে।

৪। ডিজিটাল ভেন্ডিং মেশিনের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ করলো রবি

২০১২ সালে রবি একটি অনন্য উদ্যোগ গ্রহণ করে, যার নাম ছিল- আমার ইফতার, যা দেশের সুবিধাবঞ্চিত শিশুদের ইফতার বিতরণ করার জন্য দেশে প্রথমবারের জন্য ডিজিটাল ভেন্ডিং মেশিন ব্যবহার করে থাকে। রবি খ্যাতিমান জনহিতকর সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এই অনন্য মানবিক প্রকল্প গ্রহণ করেছিল। সুবিধাবঞ্চিত শিশুরা কেবল মেশিনগুলির সাথে যুক্ত তাদের আঙুলের ছাপ স্ক্যান করে ইফতার গ্রহণ করতে সক্ষম হয়েছিল। রবি গ্রাহকরা সে বছরের পবিত্র রমজান মাসে নির্দিষ্ট পরিমাণে রিচার্জ করে এই উদ্যোগেটি বাস্তবায়নে সহায়তা করেছিল।

৫। তরুণ অ্যাপ ডেভেলপারদের জন্য বিডিএপস প্রথমবারের মতো শীর্ষ সম্মেলনের আয়োজন করলো

প্রথমবারের মতো বিডিএপস (www.bdapps.com) ডেভেলপার্স শীর্ষ সম্মেলনটি ২০১২ সালে অনুষ্ঠিত হয়েছিল। সামিটে ৫০০ জন অ্যাপ ডেভেলপার্স অংশগ্রহণ করেছিলেন। প্ল্যাটফর্মটির অগ্রগতি উদযাপনে জড়ো হওয়া সকল ডেভেলপার্সদের জানানো হয়েছিল যে বিডিএপস ২০২১ সালের মধ্যে ৫০ হাজার অ্যাপস ডেভেলপারকে প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত করবে। তার অস্তিত্বের পাঁচ বছরের মধ্যে বিডিএপস দেশের বৃহত্তম অ্যাপ্লিকেশন বাস্তুসংস্থান হিসাবে আবির্ভূত হয়েছে।

৬। রবি নূর অ্যাপের মাধ্যমে ডিজিটাল ডোনেশনে সমাধান নিয়ে আসে

রবি ডিজিটাল ইসলামিক লাইফস্টাইল সল্যুশন নূর অ্যাপের মাধ্যমে গ্রাহকদের তাদের যাকাত এবং / অথবা সাদাকাহ অর্থ প্রদান করতে সহায়তা করার জন্য অভিনব ডিজিটাল সমাধান চালু করেছে। অ্যাপটি ব্যবহার করে অর্থ পরিশোধের জন্য রবি গ্রাহকরা সুবিধাজনক ডিজিটাল পেমেন্ট গেটওয়ে যেমন ডেবিট / ক্রেডিট কার্ড এবং মোবাইল আর্থিক পরিষেবা ব্যবহার করতে পারবে। যাকাত এবং / অথবা সাদাকাহর অবদান আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল, বিদ্যানন্দ ফাউন্ডেশন, শিশু ও বৃদ্ধদের পরিচর্যা, বিশেষ শিশুদের জন্য বিশেষ বিদ্যালয় এবং রহমত-এ-আলম ইসলাম মিশন এবং ইসলাম মিশন অনাথ আশ্রমে পাঠানো হয়।

৭। দেশের প্রথম উচ্চাকাঙ্ক্ষী যুবকদের সাথে তাত্ক্ষণিক সংযোগ স্থাপন করে ডেটাথন

২০১৮ সালে রবি দেশের প্রথম ডেটাথনকে সংগঠিত করে ডেটা সায়েন্স এবং অ্যানালিটিক্স ডোমেনে নেতৃত্ব দিয়েছিল। গুগল ক্লাউড পার্টনার হিসাবে ডেটাথন ইভেন্টের অংশ ছিল এবং অক্সিয়াটা অ্যানালিটিক্স প্রতিযোগিতার প্রযুক্তিগত সহায়তায় অংশীদার ছিল। মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী (আইসিটি), এমপি জুনায়েদ আহমেদ পলক, সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

চ্যাম্পিয়ন দলকে দুই লাখ টাকা, প্রথম রানার আপকে দেড় লাখ টাকা, দ্বিতীয় রানার আপকে এক লাখ টাকা এবং সেরা দুই ডেটা সায়েন্টিস্টকে এবং সেরা দু'জন ডাটা ইঞ্জিনিয়ারকে এক লাখ টাকা দেওয়া হয়েছিল। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে মোট সাড়ে ৮ লাখ টাকা পুরষ্কার বিতরণ করা হয়েছে। প্রতিযোগিতাটি দেশের উত্সাহী এবং শক্তিশালী ডেটা বিজ্ঞান এবং প্রকৌশল কমিউনিটিকে মূল স্রোতে আনতে সহায়তা করেছিল।