বিজয় দিবস ২০২১ উপলক্ষে, রবি আজিয়াটা লিমিটেড আবারও এনেছে ‘বিজয়ের সুর নতুন এক্সপেরিয়েন্স’ ক্যাম্পেইন। ২০২০ সালে, ‘নোঙ্গর তোল তোল’ গানের সাথে ‘বিজয়ের সুর নতুন এক্সপেরিয়েন্স’ ব্যাপক সাফল্য অর্জন করেছিল। 'অর্কেস্ট্রা এবং পারফরম্যান্সের প্রথম ফিউশন' নিয়ে গত বছরের সাফল্যের পর, এই বছর নামকরা মিউজিশিয়ান পাভেল আরিন (চিরকুট) "পূ্র্ব দিগন্তে সূর্য উঠেছে" গানটির একটি নতুন সংস্করণ তৈরি করেছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ডালিয়া নওশীন, আর্ক-এর সৈয়দ হাসানুর রহমান, নেমেসিস থেকে মো: জোহাদ রেজা চৌধুরী, তানজির তুহিন, মিনার রহমান, চিরকুট থেকে শারমিন সুলতানা সুমি এবং সাবরিনা পড়শীসহ আরও অনেকে পারফরম্যান্স করবেন।
প্রোগ্রামটিতে ০৪ নভেম্বর, ২০২১ থেকে ২৫ নভেম্বর, ২০২১ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত অডিও/ভিডিও রেকর্ডিংয়ের অনলাইন সাবমিশন গ্রহণ করা হবে। সমস্ত এন্ট্রি অবশ্যই এই সময়সীমার মধ্যে হতে হবে।
অংশগ্রহণকারীরা ("অংশগ্রহণকারী") নিম্নলিখিত মাধ্যমে অনলাইনে তাদের অডিও/ভিডিও রেকর্ডিং জমা দিতে পারবে:
অংশগ্রহণকারীরা রবি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ‘পূ্র্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানের অডিও/ভিডিও পারফরম্যান্স জমা দিতে পারেন অথবা ফেসবুক/ইনস্টাগ্রাম/টিকটকে অডিও/ভিডিও আপলোড করতে পারেন এবং #NotunShureBijoyer50 হ্যাশট্যাগ যোগ করতে পারেন এবং তাদের ফেসবুক টাইমলাইন, ইনস্টাগ্রাম ফিড বা টিকটক অ্যাকাউন্টে পাব্লিকলি প্রকাশ করতে পারেন। অংশগ্রহণকারীরা তাদের পার্ফরম্যান্স-এর ইউটিউব বা গুগল ড্রাইভ লিঙ্ক রবি মেসেঞ্জারে মেসেজ করতে পারেন।
প্রতিটি অংশগ্রহণকারী একাধিকবার সাবমিশন করতে পারেন। প্রতিটি সাবমিশন অবশ্যই মূল এবং অনন্য হতে হবে।
অংশগ্রহণকারীরা গানটি সৃজনশীল বিষয়বস্তু তৈরি করতে ব্যবহার করতে পারেন অথবা তারা নিজেরাই গানের গান/ নাচের কভার তৈরি করতে পারেন।
রবি তার একক মতামত অনুসারে কোনো কারণ নির্ধারণ না করে যে কোনো সাবমিশন প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে, যদি রবি মনে করে সাবমিশনটি উক্ত ডকুমেন্টের লঙ্ঘন, বা কোনো আইন/বিধি/নির্দেশিকা/নির্দেশনা/নীতিগুলির সাথে সাংঘর্ষিক হয় , অথবা সামাজিক রীতি বিরুদ্ধ হয়।
সাউন্ড ফাইল গুগল ড্রাইভ, ইউটিউব অথবা ফেসবুক মেসেঞ্জার ভয়েস রেকর্ড অপশন ব্যবহার করে সরাসরি সাবমিট করা যাবে। ভিডিও ফরম্যাট mp4 বা mov হতে হবে। অডিও ফরম্যাট mp3 হতে হবে।
প্রোগ্রামটিতে কোনো অডিও রেকর্ডিং(গুলো) জমা দেওয়ার মাধ্যমে, প্রতিটি অংশগ্রহণকারী রবিকে অংশগ্রহণকারীর নাম, ছবি, ইমেজ, ভয়েস, বিবৃতি এবং জীবনী সংক্রান্ত তথ্য ক্ষতিপূরণ ছাড়াই এবং পরবর্তী পর্যালোচনার সুযোগ ছাড়াই প্রচার করার অধিকার প্রদান করে।
প্রোগ্রামটিতে জমা দেওয়া প্রতিটি অডিও রেকর্ডিংকে সম্পূর্ণরূপে অবশ্যই অংশগ্রহণকারীর অরিজিনাল কাজ হতে হবে। প্রোগ্রামে অংশ নেওয়ার মাধ্যমে, অংশগ্রহণকারী প্রতিনিধিত্ব করে, স্বীকৃতি দেয় এবং ওয়্যারেন্ট দেয় যে তার জমা দেয়া অডিও রেকর্ডিংটি সাবমিট করার সম্পূর্ণ ক্ষমতা এবং কর্তৃত্ব রয়েছে এবং অডিও রেকর্ডিংটি কোনো কপিরাইট লঙ্ঘন করে না বা অন্য কোনো মেধাসত্ব অধিকার আইন ভঙ্গ করে না। অংশগ্রহণকারী তার জমা দেওয়া অডিও রেকর্ডিং(গুলো) থেকে উদ্ভূত যে কোনো এবং সমস্ত তৃতীয় পক্ষের দাবি থেকে রবিকে ক্ষতিপূরণ দিতে সম্মত।
অংশগ্রহণকারীদের জমা দেওয়া কোনো অডিও রেকর্ডিংয়ের জন্য রবি দায়বদ্ধ হবে না। প্রতিটি অংশগ্রহণকারী অংশগ্রহণের সাথে সম্পর্কিত ব্যয়, ফি, আঘাত বা ক্ষতি বা প্রোগ্রাম বা অডিও রেকর্ডিং জমা দেওয়ার বিপরীতে যে কোনো ধরনের দাবি, অভিযোগ, ক্ষয়ক্ষতি, পদক্ষেপ, কার্যবিধি এবং দায়বদ্ধতার বিপরীতে রবি, রবি’র কর্মচারী, এজেন্ট এবং প্রতিনিধি, কর্মকর্তা ও পরিচালক এবং তাদের আশেপাশের পরিবার, উত্তরসূরি এবং কার্যনির্বাহীকে দায়মুক্তি প্রদান করে। ফেসবুকের মাধ্যমে জমা দেওয়ার সময়, ফেসবুক নির্দেশিকা অনুসরণ করতে হবে।
রবি’র সমস্ত সিদ্ধান্তই চূড়ান্ত এবং বাধ্যতামূলক। রবি প্রোগ্রামে কোনো অডিও রেকর্ডিং জমা বা প্রত্যাখ্যান সংক্রান্ত সব সিদ্ধান্ত নিতে অধিকার রাখে। প্রাথমিকভাবে কোনো অডিও রেকর্ডিং রবি স্বীকৃত হলেও পরবর্তীকালে/সময়ে কোনো অডিও রেকর্ডিং মুছতে বা প্রত্যাখ্যান করার অধিকার রবি সংরক্ষণ করে।
কোনো অডিও রেকর্ডিং(গুলি) জমা দেওয়ার মাধ্যমে, প্রতিটি অংশগ্রহণকারী এই ডকুমেন্টে বর্ণিত শর্তাবলী এবং বিধি দ্বারা আবদ্ধ হতে সম্মত বলে গণ্য হবে এবং রবি যদি মনে করে যে কোনো অংশগ্রহণকারী কোনো শর্তাবলী লঙ্ঘন করেছে বা কোনো আইন ভঙ্গ করেছে, এবং/অথবা কোনোভাবে প্রতারণামূলক আচরণ করেছে বা রবিকে অসন্তুষ্টিতে ফেলেছে তবে রবি যেকোনো সময় প্রোগ্রাম এন্ট্রি থেকে তাকে বাদ দেওয়ার অধিকার সংরক্ষণ করে।
রবি প্রোগ্রামটি বাতিল করার অথবা প্রয়োজনীয় মনে করলে কিংবা পরিস্থিতি এর নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে যে কোনো পর্যায়ে যে কোনো নিয়ম পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। চেষ্টা করার পরেও যদি কোনো অংশগ্রহণকারীর সাথে যোগাযোগ করা সম্ভব না হয় তবে রবি উক্ত অংশগ্রহণকারীকে প্রোগ্রাম থেকে বাদ দেওয়ার অধিকার রাখে।
তথ্যের জন্য অনুগ্রহ করে রবি ফেসবুক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করুন।