#পারবে_তুমিও লিখে আপলোড করো তোমার চিয়ারিং-এর ভিডিও। সেরা ভিডিওগুলো ফিচার করা হবে রবি'র নতুন ক্রিকেট মিউজিক ভিডিও "ডংকা সং"-এ।
ভিডিওতে ফিচারড হওয়ার জন্য নিচের শর্তাবলী পূরণ করতে হবে-
১. #পারবে_তুমিও লিখে ভিডিও আপলোড করতে হবে।
২. চিয়ারিংয়ের ভিডিওটি ডংকা সং সহ আপলোড করতে হবে।
৩. জাজদের মতামতের ভিত্তিতে ক্যাম্পেইনের বিজয়ীদের নির্ধারণ করা হবে এবং এই ক্ষেত্রে তাদের মতামতই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।