Cover PhotoCover Photo

ঈদ সালামি ক্যাম্পেইন

ঈদ সালামি ক্যাম্পেইন" এর মাধ্যমে মাই রবি ব্যবহারকারীরা "মাই রবি ইজিপ্ল্যান গিফটিং" অপশন ব্যবহার করে যেকোনো প্যাক (মিনিট, ডেটা, দৈনিক জিবি, অথবা এসএমএস) উপহার দিলে ৫০০ এমবি বোনাস পাবেন। এই ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা সর্বোচ্চ ৫ জিবি পর্যন্ত বোনাস ডেটা অর্জন করতে পারবেন। এখনই উপহার দেওয়া শুরু করুন এবং আপনার ঈদ সালামি বুঝে নিন, এখানে ক্লিক করুন https://cutt.ly/myrobigift

বিস্তারিত:

  • এই ক্যাম্পেইনটি সকল সক্রিয় মাই রবি প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।
  • মাই রবি ইজিপ্ল্যান গিফট অপশনের মাধ্যমে উপহার দিতে হবে।
  • প্রতিটি সফল উপহার লেনদেনের জন্য গ্রাহকরা ৫০০ এমবি বোনাস পাবেন।
  • গ্রাহকরা ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ ৫ জিবি ডেটা বোনাস পেতে পারেন।
  • সফল উপহার লেনদেনের পর বোনাস ডেটা স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে।
  • বোনাস প্যাকের মেয়াদ ২৪ ঘন্টা হবে।
  • এই ক্যাম্পেইনটি ২৫ মার্চ ২০২৫ থেকে ৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত চলবে।
  • রবি পূর্ব ঘোষণা ছাড়াই ক্যাম্পেইনের সময় বাড়ানো বা পরিবর্তন করার অধিকার রাখে।
  • আপনার বন্ধু এবং পরিবারকে উপহার দেওয়া শুরু করুন এখানে- https://cutt.ly/myrobigift