এই রবিবার, রবি দিচ্ছে গ্রাহকদের জন্য এক সুবর্ণ সুযোগ - মাত্র ৫০ টাকা বা তার বেশি রিচার্জ করলেই যেকোনো রবি গ্রাহক জিতে নিতে পারেন iPhone 16! এছাড়াও থাকছে বিশেষ কিছু রিওয়ার্ড ।
এখন থেকে প্রতি রবিবার হবে সুপার রবিবার। আর সুপার রবিবার মানেই রবি।
তাই রেডি থাকুন, এই রবিবারে রিচার্জ করুন, আর পেয়ে যান iPhone 16 জিতে নেয়ার সুযোগ !
ক্যাম্পেইন চলাকালীন ন্যূনতম ৫০ টাকা বা তার বেশি রিচার্জ করতে হবে
যারা অংশগ্রহণ করতে পারবেন
রবি আজিয়াটা পিএলসি’র রবি ব্র্যান্ডের গ্রাহক
বিজয়ী নির্বাচনে বিস্তারিত
প্রথমে রিচার্জের ভিত্তিতে প্রতি ৩,০০,০০০তম গ্রাহক যিনি নির্ধারিত ন্যূনতম পরিমাণ রিচার্জ করবেন, তাকে iPhone 16 উপহার দেওয়া হবে।
প্রথমে রিচার্জের ভিত্তিতে, প্রতি ৫,০০০তম গ্রাহক যিনি ক্যাম্পেইনের শর্ত পূরণ করবেন, তার লয়্যালটি ক্যাটাগরি আপগ্রেড করা হবে।
প্রথমে রিচার্জের ভিত্তিতে, প্রতি ৫০০তম গ্রাহক যিনি ক্যাম্পেইনের শর্ত পূরণ করবেন, তাকে ০.৯৯ টাকা/মিনিট কল রেট কাটার (ট্যাক্স ব্যতীত) দেওয়া হবে, মেয়াদ ৫ দিন।
ক্যাম্পেইনের শর্ত পূরণকারী প্রতিটি গ্রাহক তার রিচার্জ পরিমান এর সমান পরিমান লয়্যালটি পয়েন্টস (রবি পয়েন্টস) পাবেন, মেয়াদ ৩০ দিন।
ক্যাম্পেইন এর সময়
১৭ নভেম্বর ২০২৪ (রাত ১২:০০ থেকে রাত ১১:৫৯ পর্যন্ত)
এই অফারটি শুধুমাত্র রবি আজিয়াটা পিএলসি-এর রবি ব্র্যান্ডের গ্রাহকদের জন্য প্রযোজ্য।
গ্রাহকদের (রবি আজিয়াটা পিএলসি-এর রবি ব্র্যান্ডের গ্রাহক) রবিবার, ১০ নভেম্বর ২০২৪ তারিখে (রাত ১২:০০ থেকে রাত ১১:৫৯ পর্যন্ত) পুরস্কার জেতার জন্য ন্যূনতম ৫০ টাকা মূল অ্যাকাউন্টে রিচার্জ করতে হবে।
গ্রাহক যদি একক রিচার্জে সর্বোচ্চ ৫০ টাকার কম রিচার্জ করেন, তবে পুরো দিনের মোট রিচার্জের পরিমাণ ৫০ টাকা বা তার বেশি হলেও তিনি ক্যাম্পেইনের জন্য যোগ্য হবেন না।
প্রথমে রিচার্জের ভিত্তিতে, প্রতি ৩,০০,০০০তম গ্রাহক যিনি উপরে উল্লেখিত ন্যূনতম পরিমাণ রিচার্জ করবেন, তাকে iPhone 16 পুরস্কার হিসেবে প্রদান করা হবে।
প্রথমে রিচার্জের ভিত্তিতে, প্রতি ৫,০০০তম গ্রাহক যিনি ক্যাম্পেইনের শর্ত পূরণ করবেন, তার লয়্যালটি ক্যাটাগরি আপগ্রেড করা হবে।
প্রথমে রিচার্জের ভিত্তিতে, প্রতি ৫০০তম গ্রাহক যিনি ক্যাম্পেইনের শর্ত পূরণ করবেন, তাকে ০.৯৯ টাকা/মিনিট কল রেট কাটার (ট্যাক্স ব্যতীত) দেওয়া হবে, মেয়াদ ৫ দিন।
ক্যাম্পেইনের শর্ত পূরণকারী প্রতিটি গ্রাহক তার রিচার্জ পরিমান এর সমান পরিমান লয়্যালটি পয়েন্টস (রবি পয়েন্টস) পাবেন, মেয়াদ ৩০ দিন।
গ্রাহকের একাধিক কল রেট থাকলে সর্বনিম্ন কল রেট প্রযোজ্য হবে।
যে সমস্ত গ্রাহক সরাসরি মূল অ্যাকাউন্টে ব্যালেন্স রিচার্জ গ্রহণ করবেন শুধু তারাই এই ক্যাম্পেইনের জন্য যোগ্য বিবেচিত হবেন। অন্য নাম্বারে উল্লিখিত নির্ধারিত পরিমাণ রিচার্জ করে দিয়ে সেন্ডার নাম্বার এই ক্যাম্পেইনের যোগ্য হবে না।
ক্যাম্পেইনের বিজয়ীদের সাথে যোগাযোগ করা হবে রবি হটলাইন নম্বরের মাধ্যমে। বিস্তারিত জানতে রবি কাস্টমার সার্ভিস ও সাপোর্ট, হেল্পলাইন এবং লাইভ চ্যাটের সাহায্য নিন।
রবি কর্মচারী এবং কর্মকর্তারা এই ক্যাম্পেইনের জন্য যোগ্য হবেন না।
পুরস্কার দেয়ার জন্য রবি কখনোই গ্রাহকদের কাছে অর্থ স্থানান্তর, ব্যক্তিগত তথ্য শেয়ার বা কোনো ব্যক্তিগত সম্পদ দাবি করবে না। আপনার নিরাপত্তার স্বার্থে এই ধরনের যেকোনো অনুরোধ উপেক্ষা করুন এবং অবিলম্বে সন্দেহজনক কার্যকলাপ রিপোর্ট করুন।
বিজয়ী নির্বাচন এবং পুরস্কার নির্ধারণের ক্ষেত্রে রবি সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে রবি হটলাইন নম্বর, রবি অফিশিয়াল পেজ এবং মাই রবি অ্যাপের মাধ্যমে, এবং রবির এই নির্বাচন চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক বলে গণ্য হবে।
বিজয়ী ঘোষণার তারিখ থেকে ১৫ দিনের মধ্যে বিজয়ীর কাছে পুরস্কার হস্তান্তর করা হবে। বিজয়ীকে রবি হটলাইন নম্বরের মাধ্যমে জানানো হবে।
যদি বিজয়ীর সাথে যোগাযোগ করা না যায় বা নির্ধারিত সময়ের মধ্যে বিজয়ী সাড়া না দেন, তবে রবি পুরস্কারটি প্রত্যাহার করার এবং রবির বিবেচনায় যোগ্য অন্য কোনো ব্যক্তিকে তা প্রদান করার অধিকার সংরক্ষণ করে। রবির এমন যেকোনো সিদ্ধান্ত চূড়ান্ত এবং সিদ্ধান্তমূলক বলে গণ্য হবে।
বিজয়ী এই মর্মে সম্মতি প্রদান করছেন যে, রবি তার নাম এবং ছবি যেকোনো প্রচারণা সামগ্রী এবং/অথবা রবির যে কোনো যোগাযোগে ব্যবহার করার অধিকার সংরক্ষণ করে।
রবি বিজয়ীদের জানিয়ে দেবে কোথায় এবং কখন পুরস্কার সংগ্রহ করতে হবে বা বিতরণ করা হবে।
অংশগ্রহণকারী এই মর্মে নিশ্চিত করছেন যে, তিনি ক্যাম্পেইনের সকল শর্তাবলী মেনে চলবেন।
যদি রবি’র ধারণা হয় যে অংশগ্রহণকারী কোনো শর্ত ভঙ্গ করেছেন, কোনো আইন লঙ্ঘন করেছেন, প্রতারণামূলক কাজ করেছেন বা রবির সুনাম ক্ষুণ্ণ করেছেন তাহলে রবি সম্পূর্ণ নিজের বিবেচনায় যেকোনো সময় ক্যাম্পেইন থেকে যেকোনো অংশগ্রহণকারীকে বাদ দেওয়ার অধিকার সংরক্ষণ করে।
রবি একক সিদ্ধান্তে যেকোনো সময়, উপরে উল্লিখিত শর্তাবলীর যেকোনোটি বা সবগুলো পরিবর্তন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে, এবং এর জন্য কোনো কারণ প্রদানের প্রয়োজন নেই।