Cover PhotoCover Photo

বিজয়ের সুরের নতুন এক্সপেরিয়েন্স

বিজয় দিবস ২০২০ উপলক্ষে রবি শুরু করেছে 'বিজয়ের সুরে নতুন এক্সপেরিয়েন্স' ক্যাম্পেইন। ক্যাম্পেইনটির মাধ্যমে, রবি এই প্রথম পারফরমেন্সের সাথে অর্কেস্ট্রার সমন্বয়ে ভিন্ন মাত্রার একটি সঙ্গীত আয়োজন উপহার দিতে যাচ্ছে। প্রখ্যাত সংগীত রচয়িতা পাভেল (চিরকুট) স্বাধীনতার বিখ্যাত সংগীত ‘নোঙ্গর তোল তোল’ এর একটি নতুন সংস্করণ তৈরি করছেন, সম্মিলিত গানটির মূল গীতিকার ‘নঈম গওহর’ এবং সুরকার ‘সমর দাশ’।

নতুন সংস্করণে বাংলাদেশের সুপরিচিত ব্যান্ড ‘চিরকুট’, প্রবীণ সংগীতশিল্পী ‘রফিকুল আলম’ এর সাথে গানটি পরিবেশন করবেন। রবি ফেসবুক পেইজ এর পুল থেকে ক্রাউডসোর্স করা দেশের শত শত তরুণ সংগীত শিল্পী এরকম একটি গ্র্যান্ড পারফরম্যান্সে অংশ নেবেন। ২৩ শে ডিসেম্বর থেকে ৩ রা ডিসেম্বর রবির ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মের জরিপ থেকে গানটি শ্রোতা বেছে নিয়েছে।

টাইমলাইন: অডিয়েন্স সাবমিশন (৪ ডিসেম্বর – ১০ ডিসেম্বর)

সাবমিট করতে আমাদের ফেসবুক পেইজে ইনবক্স করুন: www.facebook.com/RobiFanz