স্থান ও সময়:
কলাতলী বিচ, কক্সবাজার
২-৫ এপ্রিল, ২০২৫
সকাল ১০টা থেকে রাত ১০টা (প্রতিদিন)
৪ দিনব্যাপী নন-স্টপ এন্টারটেইনমেন্ট, স্পেশাল অফার আর এক্সাইটিং সব অ্যাক্টিভিটি নিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বিচ ডেস্টিনেশন কক্সবাজারে শুরু হচ্ছে রবি এলিট বিচ ফেস্টিভাল ২০২৫—শুধুমাত্র রবি এলিটদের জন্য!
ইভেন্টে থাকছে:
লাইভ মিউজিক ও পারফরম্যান্স:
- লোকাল শিল্পীদের দিনব্যাপী পরিবেশনা
- গন্তব্যহীন (২ এপ্রিল), তোরসা (৩ এপ্রিল), বাংলা ফাইভ (৪ এপ্রিল) এবং অ্যাডভার্ব (৫ এপ্রিল) -এর মতো জনপ্রিয় ব্যান্ডের গ্র্যান্ড ইভেনিং কনসার্ট
- ডিজে এবং লাইভ ফায়ার স্পিনিং শো
- দুর্দান্ত আতশবাজি প্রদর্শনী
- দিনব্যাপী ম্যাজিক শো!
এন্টারটেইনমেন্ট এবং ফান অ্যাক্টিভিটি
- খাবার, শপিং ও স্যুভেনির পার্টনার স্টলে এক্সক্লুসিভ ২০% পর্যন্ত ডিসকাউন্ট /li>
- ক্যান নকডাউন, বেলুন শুটিং, ডার্টের মতো গেমসহ স্পেশাল গেমিং জোন
- সোনামনিদের জন্য কিডস প্লে জোন
- ফেস্টিভাল জুড়ে আকর্ষণীয় সব ফটো বুথ
- ফ্রি জেট স্কি রাইড, বিচ বাইক এবং কিটকট
- ঘুড়ি উৎসব
বিখ্যাত সেলিব্রেটিদের উপস্থিতি
ফেস্টিভ্যালে রবি এলিটদের সাথে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে অংশ নিবেন নিয়ন অ্যান্ড অন (৩ এপ্রিল), স্মিতা চৌধুরী (৪ এপ্রিল) এবং জিশান শিকদার (৫ এপ্রিল)!
পার্টনার অফার এবং ডিসকাউন্ট:
২০টিরও বেশি পার্টনার ব্র্যান্ডের সাথে উপভোগ করুন রবি এলিট ডিসকাউন্ট-
- প্রিমিয়াম হোটেল এবং রিসোর্টের এলিট ডিলস
- সেরা সব রেস্টুরেন্টের স্পেশাল ফুড মেন্যুতে ডিসকাউন্ট
- বিভিন্ন শপিং স্টলে দারুণ সব বিচ এক্সেসরিজ
- ফুড স্টলে লাইভ বার-বি-কিউ, ঝাল মুড়ি, ফুচকা, আইসক্রিমসহ আরো অনেক কিছু।
রেজিস্ট্রেশনের প্রক্রিয়া
কারা রেজিস্ট্রেশন করতে পারবেন?
- রবি এলিটরা সাথে আরো তিনজন গেস্টসহ পাবেন ফ্রি এন্ট্রি। এছাড়াও ১২ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য থাকবে ফ্রি অ্যাক্সেস।
কীভাবে রেজিস্ট্রেশন করবেন?
- ধাপ ১: কক্সবাজারের যেকোনো রেজিস্ট্রেশন বুথে ভিজিট করুন। (কলাতলী বিচ, লাবণী বিচ, সুগন্ধা বিচ, ডলফিন মোড় অথবা রবি কাস্টমার কেয়ার থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন)
- ধাপ ২: আপনার রবি নাম্বারটি প্রদান করে যাচাই করে নিন এলিট স্ট্যাটাস;
- ধাপ ৩: আপনার নাম্বারে আসবে একটি কনফার্মেশন মেসেজ
- ধাপ ৪: রেজিস্ট্রেশন বুথ থেকে আপনার এন্ট্রি টিকেট এবং রিস্ট ব্যান্ড সংগ্রহ করুন। এই রিস্টব্যান্ড দেখিয়ে আপনি চার দিনের ফেস্টিভালে একাধিকবার প্রবেশ করতে পারবেন
কীভাবে এলিট স্ট্যাটাস চেক করবেন?
- ডায়াল করুন *১২১৩*০#
- CAT টাইপ করে ফ্রি এসএমএস করুন ১২১৩ নাম্বারে
- My Robi অ্যাপ থেকে যেকোনো সময়ে চেক করে নিতে পারবেন আপনার এলিট স্ট্যাটাস। ডাউনলোড করুন My Robi App: : Google Play Store, এবং App Store
- এছাড়াও রবি ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারবেন এলিট স্ট্যাটাস
https://www.robi.com.bd/en/personal/robi-elite
ইভেন্টে অ্যাক্সেস পেতে নন রবি এলিটরা যেভাবে হতে পারেন রবি এলিট
- ইতিমধ্যেই যারা রবি সিম ব্যবহার করেছেন তারা My Robi অ্যাপ থেকে ইনস্ট্যান্ট এলিট আপগ্রেডেশন প্যাক (৬৩৯ টাকা, ৬৯৮ টাকা, ৬৯৯ টাকা অথবা ৭৯৮ টাকা) প্যাক কিনে এলিট স্ট্যাটাসে আপগ্রেড করতে পারবেন।
- নন রবি ইউজাররা ইভেন্টের রেজিস্ট্রেশন বুথ থেকে রবি সিম সংগ্রহ করে ইনস্ট্যান্ট এলিট আপগ্রেডেশন প্যাক (৬৩৯ টাকা, ৬৯৮ টাকা, ৬৯৯ টাকা অথবা ৭৯৮ টাকা) কিনে রবি এলিট স্ট্যাটাসে আপগ্রেড করতে পারবেন।
- ইনস্ট্যান্ট এলিট আপগ্রেডশনের বিস্তারিত অফারঃ
My Robi অ্যাপ থেকে কিনুন/রিচার্জ করুন | ভলিউম ও টকটাইম | মেয়াদ | এলিট স্ট্যাটাস |
৬৩৯ টাকা | ১০০০ মিনিট | ৩০ দিন | রবি এলিট গোল্ড |
৬৯৮ টাকা | ৭০জিবি | ৩০ দিন | রবি এলিট গোল্ড |
৬৯৯ টাকা | ৩০জিবি+৫৫০ মিনিট | ৩০ দিন | রবি এলিট গোল্ড |
৭৯৮ টাকা | ১২০জিবি | ৩০ দিন | রবি এলিট গোল্ড |
৯৮৯ টাকা | ১৫০০ মিনিট | ১৫০ দিন | রবি এলিট ডায়মন্ড |
৯৯৯ টাকা | ৬০জিবি+১৫০০ মিনিট | ৩০ দিন | রবি এলিট ডায়মন্ড |
১৩৪৮ টাকা | ৭৫জিবি | ৯০ দিন | রবি এলিট ডায়মন্ড |
১২৯৮ টাকা | ৫০জিবি | আনলিমিটেড মেয়াদ | রবি এলিট প্লাটিনাম |
ভেন্যুতে প্রবেশের জন্য যা সাথে রাখবেন:
- আপনার রেজিস্ট্রার্ড রবি এলিট নাম্বার।
- আপনার এবং আপনার গেস্টের রেজিস্ট্রেশন বুথ থেকে সংগ্রহ করা এন্ট্রি টিকেট এবং রিস্ট ব্যান্ড
- ভেরিফিকেশনের জন্য যেকোনো ধরনের আইডেন্টিটি কার্ড
নিরাপত্তাজনিত ব্যবস্থাপনা
ফেস্টিভালে সকলের নিরাপত্তার স্বার্থে নিম্নোক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবেঃ
- পুলিশ প্রশাসন এবং প্রাইভেট সিকিউরিটির উপস্থিতি
রি-এন্ট্রি পলিসি
আপনার রিস্টব্যান্ডটি ব্যবহার করে আপনি যেকোনো সময়ে ফেস্টিভালে প্রবেশ করতে পারবেন। কোনো কারণে রিস্টব্যান্ডটি হারিয়ে ফেললে আপনাকে পুনরায় বুথে রি-রেজিস্ট্রেশন করতে হবে।
শর্তাবলি
- শুধুমাত্র রবি এলিট ইউজাররা ইভেন্টে অংশ নিতে পারবেন। আপনি রবি এলিট না হলে, রেজিস্ট্রেশন বুথে গিয়ে তাৎক্ষণিকভাবে এলিট স্ট্যাটাসে আপগ্রেড করুন।
- ইভেন্টে প্রতিদিন প্রবেশের জন্য এন্ট্রি টিকেট সঙ্গে রাখুন
- এই টিকেট আপনাকে ইভেন্টের সব কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেবে।
- বাইরে থেকে খাবার, পানি অথবা অ্যালকোহল আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
- ইভেন্টের ভিতরে ধূমপান নিষিদ্ধ, ধূমপানের জন্য নির্দিষ্ট স্মোকিং জোন ব্যবহার করুন।
- মাদক, অস্ত্র অথবা বিপদজনক কোনো জিনিস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
- ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে আপনি ছবি ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য সম্মতি দিচ্ছেন, যা প্রচারণামূলক কাজে ব্যবহৃত হতে পারে। কোনো প্রাকৃতিক দুর্যোগমূলক পরিস্থিতির কারণে আয়োজকরা ইভেন্টে অংশগ্রহণকারীদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, এমনটি মনে না করলে, যেকোনো ধরণের আবহাওয়াতেই ফেস্টিভাল চলমান থাকবে।
- আপনার ব্যক্তিগত জিনিসপত্র নিজ দায়িত্বে রাখুন। কোনো ব্যক্তিগত জিনিসের ক্ষয়ক্ষতি হলে, জিনিস চুরি বা হারানো গেলে তার জন্য আয়োজকরা দায়ী থাকবে না।
- প্রাকৃতিক দুর্যোগ বা অপ্রত্যাশিত কোনো কারণে ইভেন্টে কোনো বিলম্ব, বাধা বা দুর্ঘটনা ঘটলে অথবা ইভেন্ট বাতিল হলে আয়োজকরা দায়বদ্ধ থাকবে না।