স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশী জনগণের থেকে স্বাধীনতার আওয়াজ সংগ্রহ করছে রবি। কোন শব্দগুলো কীভাবে মানুষকে স্বাচ্ছন্দ্য দেয় — আমরা সেই উত্তরগুলো সামনে নিয়ে আসবো এবং স্বাধীন বাংলাদেশের প্রথম ডিজিটাল সাউন্ড লাইব্রেরির আর্কাইভ করবো।
আরও ভালো করে বোঝার জন্য ক্যাম্পেইন ভিডিও দেখুন:
২৫ মার্চ ২০২১ থেকে অডিও রেকর্ডিং-এর অনলাইন সাবমিশন শুরু হবে এবং ৩০ নভেম্বর ২০২১ রাত ১১ঃ৫৯ মিনিটে শেষ হবে। ডেডলাইনের সময়কালের মধ্যে সকল সাবমিশন জমা দিতে হবে।
প্রতিটি অংশগ্রহণকারীকে ("অংশগ্রহণকারী") নিম্নলিখিত মাধ্যমে অডিও রেকর্ডিং অনলাইনে জমা দিতে হবে:
যে শব্দ মানুষকে স্বাধীনতার স্বাদ দেয়
রবি তার একক মতামত অনুসারে কোনো কারণ নির্ধারণ না করে যে কোনো সাবমিশন প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে, যদি রবি মনে করে সাবমিশনটি উক্ত ডকুমেন্টের লঙ্ঘন, বা কোনো আইন/বিধি/নির্দেশিকা/নির্দেশনা/নীতিগুলির সাথে সাংঘর্ষিক হয় , অথবা সামাজিক রীতি বিরুদ্ধ হয়।
সাউন্ড ফাইল গুগল ড্রাইভ, ইউটিউব অথবা ফেসবুক মেসেঞ্জার ভয়েস রেকর্ড অপশন ব্যবহার করে সরাসরি সাবমিট করা যাবে। সাউন্ড ফাইলের সাথে রেফারেন্স ছবি বা ভিডিও প্রদান প্রশংসনীয়।
প্রোগ্রামটিতে কোনো অডিও রেকর্ডিং(গুলো) জমা দেওয়ার মাধ্যমে, প্রতিটি অংশগ্রহণকারী রবিকে অংশগ্রহণকারীর নাম, ছবি, ইমেজ, ভয়েস, বিবৃতি এবং জীবনী সংক্রান্ত তথ্য ক্ষতিপূরণ ছাড়াই এবং পরবর্তী পর্যালোচনার সুযোগ ছাড়াই প্রচার করার অধিকার প্রদান করে।
প্রোগ্রামটিতে জমা দেওয়া প্রতিটি অডিও রেকর্ডিংকে সম্পূর্ণরূপে অবশ্যই অংশগ্রহণকারীর অরিজিনাল কাজ হতে হবে। প্রোগ্রামে অংশ নেওয়ার মাধ্যমে, অংশগ্রহণকারী প্রতিনিধিত্ব করে, স্বীকৃতি দেয় এবং ওয়্যারেন্ট দেয় যে তার জমা দেয়া অডিও রেকর্ডিংটি সাবমিট করার সম্পূর্ণ ক্ষমতা এবং কর্তৃত্ব রয়েছে এবং অডিও রেকর্ডিংটি কোনো কপিরাইট লঙ্ঘন করে না বা অন্য কোনো মেধাসত্ব অধিকার আইন ভঙ্গ করে না। অংশগ্রহণকারী তার জমা দেওয়া অডিও রেকর্ডিং(গুলো) থেকে উদ্ভূত যে কোনো এবং সমস্ত তৃতীয় পক্ষের দাবি থেকে রবিকে ক্ষতিপূরণ দিতে সম্মত।
অংশগ্রহণকারীদের জমা দেওয়া কোনো অডিও রেকর্ডিংয়ের জন্য রবি দায়বদ্ধ হবে না। প্রতিটি অংশগ্রহণকারী অংশগ্রহণের সাথে সম্পর্কিত ব্যয়, ফি, আঘাত বা ক্ষতি বা প্রোগ্রাম বা অডিও রেকর্ডিং জমা দেওয়ার বিপরীতে যে কোনো ধরনের দাবি, অভিযোগ, ক্ষয়ক্ষতি, পদক্ষেপ, কার্যবিধি এবং দায়বদ্ধতার বিপরীতে রবি, রবি’র কর্মচারী, এজেন্ট এবং প্রতিনিধি, কর্মকর্তা ও পরিচালক এবং তাদের আশেপাশের পরিবার, উত্তরসূরি এবং কার্যনির্বাহীকে দায়মুক্তি প্রদান করে।
রবি’র সমস্ত সিদ্ধান্তই চূড়ান্ত এবং বাধ্যতামূলক। রবি প্রোগ্রামে কোনো অডিও রেকর্ডিং জমা বা প্রত্যাখ্যান সংক্রান্ত সব সিদ্ধান্ত নিতে অধিকার রাখে। প্রাথমিকভাবে কোনো অডিও রেকর্ডিং রবি স্বীকৃত হলেও পরবর্তীকালে/সময়ে কোনো অডিও রেকর্ডিং মুছতে বা প্রত্যাখ্যান করার অধিকার রবি সংরক্ষণ করে।
কোনো অডিও রেকর্ডিং(গুলি) জমা দেওয়ার মাধ্যমে, প্রতিটি অংশগ্রহণকারী এই ডকুমেন্টে বর্ণিত শর্তাবলী এবং বিধি দ্বারা আবদ্ধ হতে সম্মত বলে গণ্য হবে এবং রবি যদি মনে করে যে কোনো অংশগ্রহণকারী কোনো শর্তাবলী লঙ্ঘন করেছে বা কোনো আইন ভঙ্গ করেছে, এবং/অথবা কোনোভাবে প্রতারণামূলক আচরণ করেছে বা রবিকে অসন্তুষ্টিতে ফেলেছে তবে রবি যেকোনো সময় প্রোগ্রাম এন্ট্রি থেকে তাকে বাদ দেওয়ার অধিকার সংরক্ষণ করে।
রবি প্রোগ্রামটি বাতিল করার অথবা প্রয়োজনীয় মনে করলে কিংবা পরিস্থিতি এর নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে যে কোনো পর্যায়ে যে কোনো নিয়ম পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। চেষ্টা করার পরেও যদি কোনো অংশগ্রহণকারীর সাথে যোগাযোগ করা সম্ভব না হয় তবে রবি উক্ত অংশগ্রহণকারীকে প্রোগ্রাম থেকে বাদ দেওয়ার অধিকার রাখে।
তথ্যের জন্য অনুগ্রহ করে রবি ফেসবুক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করুন।