চিন্তা করা যায়, দেশে এখনো অনেক বীর মুক্তিযোদ্ধা আছেন, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, সহযোদ্ধাকে শহীদ হতে দেখেছেন, আপনজন হারিয়েছেন, নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয় ছিনিয়ে এনেছেন, অথচ বিজয়ের প্রতীক জাতীয় স্মৃতিসৌধ-ই কখনো নিজ চোখে দেখেননি। অবশেষে শেষ হলো অপেক্ষা।
এই বিজয়ের মাসে সেই বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে চার জন- সেক্টর ৭-এর বীর মুক্তিযোদ্ধা পাবনার আব্দুস সাত্তার মোল্লা, সেক্টর ৩-এর বীর মুক্তিযোদ্ধা ব্রাহ্মণবাড়িয়ার মোঃ শামছুল আলম, সেক্টর ৪-এর বীর মুক্তিযোদ্ধা হবিগঞ্জের হিরালাল মুন্ডা ও সেক্টর ১১-এর বীর মুক্তিযোদ্ধা নেত্রকোণার মোঃ নাজিম উদ্দিন খান অদেখা স্মৃতিসৌধ দেখলেন নিজ চোখে, প্রথমবার। স্মরণ করলেন পুরনো গল্প, স্মৃতি। আরেকবার ফিরে গেলেন অগ্নিঝরা একাত্তরে।
দেশের শ্রেষ্ঠ সন্তান এই বীর মুক্তিযোদ্ধাদের জন্য এমন একটি উদ্যোগ নিতে পেরে রবি গর্বিত।