Cover PhotoCover Photo

রবি’র নতুন ই-লার্নিং প্ল্যাটফর্ম, হাতেকলমে উন্মোচন

রবি নতুন দক্ষতা-ভিত্তিক ই-লার্নিং প্ল্যাটফর্ম, হাতেকলমে চালু করেছে। এই কর্পোরেট সামাজিক দায়িত্বের উদ্যোগটি নাগরিকদের বিভিন্ন দক্ষতার চাহিদা পূরণের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে। প্ল্যাটফর্মটি মোবাইল রিপেয়ারিং এবং কেয়ারগিভিং কোর্স নিয়ে চালু করা হয়েছে। ভবিষ্যতে গ্রাফিক ডিজাইন, গৃহকর্ম, প্লাম্বিং, ইলেকট্রিক কাজসহ আরও অনেক কোর্স যুক্ত করা হবে। এই সিএসআর উদ্যোগের মাধ্যমে, রবি নাগরিকদের মধ্যে আত্মবিশ্বাস জাগানোর লক্ষ্যে কাজ করছে, যা তাদের ব্র্যান্ডের মূল্যবোধ, "বিশ্বাস করো, পারবে তুমিও" এর সাথে সঙ্গতিপূর্ণ।

ফ্রি প্রশিক্ষণ প্রোগ্রামগুলো হাতেকলমের ইউটিউব চ্যানেল (https://www.youtube.com/@HaateKolome) , ফেসবুক পেজ (http://facebook.com/HaateKolome ), এবং ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।