Cover PhotoCover Photo

ভার্চুয়াল কাফেলা

মানুষের জীবনে এক অন্যতম নতুন এক্সপেরিয়েন্স দিতে, বাংলাদেশে প্রথমবারের মতো রবি নিয়ে এসেছে ভার্চুয়াল কাফেলা। এখানে থ্রি-ডি প্রযুক্তির মাধ্যমে প্রদর্শিত হবে ইসলামের ঐতিহাসিক স্থানগুলো। দেশের সেরা 4.5G ইন্টারনেটের সাথে এখন এক্সপেরিয়েন্স করা যাবে ইসলামের ৩টি পবিত্র স্থান মসজিদ-আল-হারাম, আরাফাত ময়দান এবং রামি-আল-জামারাত এর ভার্চুয়াল গাইডেড ট্যুর।
বাংলাদেশের মানুষকে এই নতুন এক্সপেরিয়েন্স দিতে রবি পৌঁছে যাচ্ছে সারাদেশে। ভার্চুয়াল রিয়্যালিটি সিমুলেশনের মাধ্যমে, একটি ভিআর হেডসেট পরে সবাই তাদের নিজ নিজ এলাকা থেকে নিদর্শনগুলো ও তার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও ডিজিটালে ফেসবুক এবং ইউটিউবে ৩৬০ ডিগ্রি ইন্টারেক্টিভ ভিডিওর মাধ্যমেও এই এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। (https://youtu.be/-6XBg3yjOj8)