আমাদের সমাজ এখন আগের তুলনায় আরো অনেক বেশি কানেক্টেড এবং আমাদের কানেক্টিভিটির এই অভিজ্ঞতা প্রতিটি নতুন প্ল্যাটফর্ম, অ্যাপ্লিকেশন বা সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে বেড়ে চলেছে। বিশ্ব যখন ছোট হচ্ছে, তখন সাইবার-অ্যাটাক উদ্বেগজনক হারে বাড়ছে। সুতরাং, এই ডিজিটাল বিশ্বে আমরা আগের ক্ষতিকর আক্রমণগুলির চেয়েও বেশি ঝুঁকির মধ্যে আছি।
আইডি স্পুফিং, পরিচয় চুরি, ফিশিং স্ক্যাম বা অন্য যেকোনো সাইবার হুমকিই হোক না কেন, আমরা চাই এই ভার্চুয়াল বিশ্বে ইন্টারনেট আমাদের যা অফার করে তার বেশিরভাগটাই যেন আমাদের গ্রাহকরা নিরাপদ থেকে গ্রহণ করতে পারে।