Cover PhotoCover Photo

বিল পরিশোধের তারিখের পর বকেয়া বিল পরিশোধ করলে যেকোন পোস্টপেইড গ্রাহক ১ সেকেন্ড পালস সহ ৬৬ পয়সা/মিনিট বিশেষ কলরেটের সুবিধা উপভোগ করতে পারবেন। অফারটি পেতে এমএফএস মোবাইল রিচার্জ, ব্যাঙ্ক পে, ওয়েবসাইট বা মাই রবি অ্যাপসহ যেকোনো মাধ্যমে আপনার বিল পরিশোধ করুন।

১. বিল পে রিওয়ার্ড শুধুমাত্র পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য। প্রিপেইড গ্রাহকরা পোস্টপেইডে মাইগ্রেট করলে এই সুবিধা উপভোগ করতে পারবেন।

২. পরিশোধিত বিল বকেয়া ১০০ টাকার উপরে হতে হবে।

৩. বিলের তারিখের পরে বিল বকেয়া পরিশোধ করতে হবে।

৪. অফারটি শুধুমাত্র রবি পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য। অফারটি কর্পোরেট, এসএমই, ইজিলোড এবং উদ্দ্যোক্তার জন্য প্রযোজ্য নয়।

সকল প্রশ্নই বাছাইকৃত

১. বিল পরিশোধ রিওয়ার্ড কি?
- যে কোনো পোস্টপেইড গ্রাহক বিলের তারিখের পরে বিল বকেয়া (১০০ টাকার উপরে) পরিশোধ করে একটি বিশেষ সুবিধা উপভোগ করতে সক্ষম হবেন যেটাকে বিল পে রিওয়ার্ড বলা হয়।

২. রিওয়ার্ড কি?
- বকেয়া ক্লিয়ার করলে গ্রাহক ১ সেকেন্ড পালসসহ ৬৬ পয়সা/মিনিট কলরেট উপভোগ করতে পারবেন।

৩. পুরস্কারের পদ্ধতি কি?
- অফারের জন্য যোগ্য হতে গ্রাহককে অবশ্যই সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে। যদি কোনো গ্রাহকের ১০০ টাকার কম বিল বকেয়া থাকে, তাহলে অফারের জন্য যোগ্য হতে তাদের অবশ্যই ১০০ টাকার বেশি দিতে হবে।
গ্রাহক অফারটির জন্য যোগ্য হয়ে গেলে, তারা এসএমএসের মাধ্যমে পুরস্কার অ্যাক্টিভেশন কোড পাবেন। কোডটি হল *১২৩*৩৩৩#, এই কোডটি ডায়াল করলে গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ডিসকাউন্ট কল রেট পাবেন। ইউএসএসডি অপ্ট-ইন তারিখ থেকে পরবর্তী বিল তারিখ পর্যন্ত অফারের মেয়াদ থাকবে। পরবর্তী বিল তৈরির পরে, পুরস্কারের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। অফারটি আবার উপভোগ করতে, গ্রাহককে অবশ্যই পুরো প্রক্রিয়াটি আবার শুরু থেকে করতে হবে।

৪. কে পুরস্কার উপভোগ করতে পারেন?
- যেকোন রবি পোস্টপেইড গ্রাহকরা পুরস্কারটি উপভোগ করতে পারবেন (কর্পোরেট, এসএমই, ইজিলোড, উদ্যোক্তা ছাড়া )।

৫. আমাকে কি আমার সকল বকেয়া পরিশোধ করতে হবে নাকি শেষ বিল ক্লিয়ারেন্স যথেষ্ট?
- অফারটি পেতে গ্রাহককে অবশ্যই সকল বকেয়া পরিশোধ করতে হবে।

৬. আমার ১০০ টাকার কম বিল বকেয়া, আমি কিভাবে পুরস্কার পেতে পারি?
- অফারের জন্য যোগ্য হতে ১০০ টাকার বেশি বিল দিতে হবে।

৭. অফারের জন্য যোগ্য হতে আমি কিভাবে বিল দিতে পারি?
- যেকোনো মাধ্যমে বিল পরিশোধ পুরস্কারের জন্য প্রযোজ্য হবে। বিল পে যেকোন রিচার্জ হতে পারে যেমন এমএফএস মোবাইল রিচার্জ (বিকাশ/ নগদ /রকেট ইত্যাদি ), ব্যাংক পে (পে অর্ডার, অটো বিল পে), ওয়েবসাইট (ক্রেডিট/ডেবিট কার্ড রিচার্জ বা পে) ইত্যাদি।

আরও পছন্দ করতে পারেন

জি-স্টোর/ঘ্যাচাং স্টোর
জি-স্টোর/ঘ্যাচাং স্টোর

রিচার্জ করার আগে আপনার বাজেটের মধ্যে সেরা অফারটি খুঁজে বের করুন!

রেট কাটার অফার
রেট কাটার অফার

১ পয়সা রেট কাটার অফার
১ পয়সা রেট কাটার অফার

রিচার্জ করে যেকোনো লোকাল নম্বরে উপভোগ করুন ১ পয়সা মিনিট।