Cover PhotoCover Photo
সার্ভিস ফী (ট্যাক্স সহ)সুবিধা
৪১৭ টাকামেইন/মূল অ্যাকাউন্টের মেয়াদ ২ বছর
৬৫৯ টাকামেইন/মূল অ্যাকাউন্টের মেয়াদ ৩ বছর

ক. গ্রাহক তার মূল অ্যাকাউন্টের মেয়াদ ২ বছরের জন্য বাড়াতে পারবেন ৪১৭ টাকা দিয়ে।

খ. গ্রাহক তার মূল অ্যাকাউন্টের মেয়াদ ৩ বছরের জন্য বাড়াতে পারবেন ৬৫৯ টাকা দিয়ে।

গ. এই অফারের মাধ্যমে গ্রাহক কোনো ডাটা, ভয়েস বা এসএমএস পাবেন না। শুধুমাত্র তার মূল অ্যাকাউন্টের মেয়াদ বাড়ানো হবে।

ঘ. গ্রাহক ৪১৭ টাকা রিচার্জ করে বা *১২১*২২০০# ডায়াল করে ২ বছরের মূল অ্যাকাউন্টের মেয়াদ বাড়াতে পারবেন।

ঙ. গ্রাহক ৬৫৯ টাকা রিচার্জ করে বা *১২১*৩৩০০# ডায়াল করে ৩ বছরের মূল অ্যাকাউন্টের মেয়াদ বাড়াতে পারবেন।

চ. গ্রাহক মাই রবি অ্যাপ অথবা এমএফএস চ্যানেলের মাধ্যমে রিচার্জ করতে পারবেন।

ছ. এই অর্থ গ্রাহকের মূল অ্যাকাউন্টে যাবে না। এটি মূল অ্যাকাউন্টের মেয়াদ বাড়ানোর জন্য সার্ভিস ফি হিসেবে গণ্য হবে।

জ. এই অফার শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।

ঝ. অন্যান্য সার্ভিস যেমন এমএমএস, এসএমএস, আন্তর্জাতিক কল ইত্যাদির জন্য নিয়মিত বা প্যাকেজ অনুযায়ী ট্যারিফ প্রযোজ্য হবে।

আরও পছন্দ করতে পারেন

রবি ইচ্ছেডানা
রবি ইচ্ছেডানা

নারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে নম্বর ব্যবহার ছাড়াই রিচার্জ, ইমার্জেন্সি ফ্রি মিনিট কিংবা ইমার্জেন্সি লোকেশন ট্র্যাকার

Enjoy Today’s Super Sunday with Special Exclusive Elite Offers!
Enjoy Today’s Super Sunday with Special Exclusive Elite Offers!