ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে রবি গ্রাহকরা রবি-থেকে-রবি নম্বরে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন যে কোনো সময়, যে কোনো জায়গায়। এই পরিষেবাটি রবি গ্রাহকদের এসএমএস, ইউএসএসডি এবং মাই রবি অ্যাপের মাধ্যমে অন্যান্য রবি ব্যবহারকারীদের কাছে ব্যালেন্স ট্রান্সফারকরার সুযোগ দেয়। নিম্নলিখিত সহজ পদক্ষেপগুলি অনুসরণ করে গ্রাহকরা সহজেই ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন:
যা কিছু দরকার::
- রবি গ্রাহকরা একটি এয়ারটেল নম্বরে ট্রান্সফার করতে পারবেন না আবার এয়ারটেল ব্যবহারকারীরাও রবি তে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে না।
- রবি প্রিপেইড এবং পোস্ট-পেইড গ্রাহকরা শুধুমাত্র রবি প্রিপেইড নম্বরে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন
ব্যালেন্স ট্রান্সফার করতে:
- এখন আপনাকে ব্যালেন্স ট্রান্সফার পরিষেবা ব্যবহার করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে না৷ ট্রান্সফার করতে, একটি টেক্সট মেসেজের বডিতে শুধু ব্যালেন্স এর পরিমাণ (উদাহরণস্বরূপ, ২০) টাইপ করুন এবং ১২১২ ০১৮XXXXXXXX এ এসএমএস পাঠান (এখানে ০১৮XXXXXXXXX ব্যালেন্স প্রাপকের নম্বর)।
- প্রথম লেনদেনের পরে আপনি পরিষেবার জন্য স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রার্ড হবেন৷
- উপরন্তু, একটি সফল ট্রান্সফারের পরে আপনি একটি পিন কোড পাবেন৷ ভবিষ্যতের লেনদেনের জন্য অনুগ্রহ করে পিন ব্যবহার করুন। পিন বন্ধ করতে চাইলে, ১২১০ নম্বরে এসএমএস করে বন্ধ করুন।
- আপনি মাই রবি অ্যাপ এবং ইউএসএসডি ব্যবহার করেও ট্রান্সফার করতে পারেন। মাই রবি অ্যাপ পরিষেবাগুলি থেকে ব্যালেন্স ট্রান্সফার সিলেক্ট করুন এবং সহজ পদক্ষেপগুলি অনুসরণ করুন।
- অনুগ্রহ করে *১২৩# ডায়াল করুন এবং ১ চাপুন। ব্যালেন্স এবং প্যাকেজ নির্বাচন করুন তারপর ব্যালেন্স ট্রান্সফার করতে ব্যালেন্স ট্রান্সফার সিলেক্ট করুন।
ব্যালেন্সের জন্য অনুরোধ করতে:
- অনুরোধ করার জন্য আপনার অ্যাকাউন্টে শুধুমাত্র ৬০ পয়সা থাকতে হবে।
- শুধু অনুরোধের পরিমাণ (উদাহরণস্বরূপ, ২৫) একটি টেক্সট মেসেজের বডি টাইপ করুন এবং ১২১১ ০১৮YYYYYYYY (যেখানে ০১৮YYYYYYYY হল ব্যালেন্স দাতার নম্বর) লিখে এসএমএস পাঠান।
- দাতা একটি এসএমএস হিসাবে অনুরোধ পাবেন।
- ব্যালেন্সের জন্য অনুরোধ করতে ডায়াল করুন *১৪০*৬*২#
আপনি যখন একটি অনুরোধ পান:
- অনুরোধ গ্রহণ করতে, Y লিখে এসএমএস-এর উত্তর দিন৷
- অনুরোধটি বাতিল করতে, N লিখে এসএমএস-এর উত্তর দিন৷
- অনুরোধকারীকে ব্লক করতে, B লিখে এসএমএস এর উত্তর দিন৷
চার্জ:
- প্রেরকের কাছ থেকে ২ টাকা (ভ্যাট, এসডি এবং এসসি ব্যতীত)
- ব্যালেন্স রিসিভার থেকে কোন চার্জ নেয়া হবে না।
শর্তাবলী:
- ব্যালেন্স ট্রান্সফার পরিষেবা ব্যবহার করতে, আপনার সংযোগটি কমপক্ষে ৩০ দিনের জন্য সক্রিয় থাকতে হবে
- একজন প্রিপেইড গ্রাহক প্রতিদিন মোট ৫০০ টাকা ট্রান্সফার করতে পারেন তবে একক লেনদেনে সর্বোচ্চ ৩০০ টাকা
- একজন পোস্টপেইড গ্রাহক প্রতিদিন মোট ৫০০ টাকা ট্রান্সফার করতে পারেন তবে একক লেনদেনে সর্বোচ্চ ৩০০ টাকা
- প্রিপেইড এবং পোস্টপেইড উভয়ের জন্য, ট্রান্সফারকরার সর্বনিম্ন পরিমাণ ৫ টাকা এবং মাসিক সর্বাধিক ট্রান্সফারপরিমাণ ১০০০ টাকা
- স্থানান্তরের পরিমাণ অবশ্যই একটি পূর্ণ সংখ্যা হতে হবে (যেমন ১৫.৩০ টাকা বৈধ নয়)
বিস্তারিত জানার জন্য, অনুগ্রহ করে ১২১ নম্বরে কল করুন বা HELP লিখে এসএমএস করুন এবং ১২১০ নম্বরে পাঠান