রবি ভিওএলটিই সেবা অফার করে যা স্পষ্ট ভয়েস-এর মান, দ্রুত কল সংযোগ এবং ব্যাটারির দক্ষতা বাড়িয়ে প্রচলিত কলিং প্রযুক্তি উন্নত করে।
রবি ভোল্টি - এর সুবিধা সমূহ
তাত্ক্ষণিক কল সংযোগ
একযোগে ভয়েস এবং ডেটা ব্যবহার সমর্থন
কয়েক গুণ বেটার কল কোয়ালিটি
ব্যাটারি পারফর্মেন্স বৃদ্ধি
রবি ভোল্টি সার্ভিসটি ব্যবহার করতে যা প্রয়োজন
ভোল্টে সার্টিফাইড হ্যান্ডসেট
৪জি সিম
হ্যান্ডসেট এবং মাই রবি অ্যাপ থেকে ভোল্টে চালুকরণ
ভোল্টি সক্ষম হ্যান্ডসেট
Cumilla
Cumilla cantonment
Paduar Bazar Bishwa Road
Cumilla
Cumilla cantonment
Paduar Bazar Bishwa Road
ভোল্টি সম্পর্কে আরও জানুন
ভিওএলটিই কি? এর সুবিধাগুলো কি? - ভিওএলটিই মানে Voice Over LTE টেকনোলোজি। যার মাধ্যমে কাস্টমারের ভয়েস কল এলটিই বা ৪জি চ্যানেল দিয়েই ট্রান্সফার করা হবে। মানে ভয়েস কল করার সময়ও গ্রাহকের ৪জি সেবায় কোন ঝামেলা হবে না, কারন ৪জি নেটওয়ার্কের মাধ্যমেই ভয়েস কল নিশ্চিত করা হবে।
- এইচডি মানের ভয়েস কোয়ালিটি।
- কল আরও দ্রুত কানেক্ট হয়।
- ভয়েস কলের সময় ডাটা কানেকশন চালু রাখা যায়।
- ভয়েস কল হবে অনেক স্থিতিশীল।
কিভাবে ভিওএলটিই ব্যবহার করতে পারবো? ভিওএলটিই পেতে কি প্রয়োজন? - সুবিধা পাওয়ার জন্য পূর্বশর্তগুলি কী কী? রবি ভিওএলটিই সার্ভিস উপভোগ করতে যা প্রয়োজন:
- ইউসিম কার্ড
- ভিওএলটিই-এনাবল্ড হ্যান্ডসেট এবং ভিওএলটিই সিলেক্ট করতে হবে।
- রবি ভিওএলটিই কাভারেজ এলাকা
- ভিওএলটিই প্রভিসন।
-দ্রষ্টব্য: ভিওএলটিই সার্ভিসটি উপভোগ করতে হলে কলার এবং রিসিভার উভয় গ্রাহকেরই ইউসিম থাকতে হবে, ভিওএলটি-এনাবল্ড হ্যান্ডসেট ব্যবহার করতে হবে এবং ভিওএলটিই কাভারেজ এলাকার অন্তর্ভুক্ত হতে হবে।
ইউসিম কার্ড কি? আমার ইউসিম কার্ড কেনো লাগবে? ইউসিম কার্ডের সুবিধাগুলো কি কি?
- ইউসিম হলো ৪জি/ভিওএলটিই এনাবল্ড সিম কার্ড। ৪জি/ভিওএলটিই নেটওয়ার্ক সার্ভিস পেতে আপনার প্রয়োজন হবে ইউসিম কার্ড+ভিওএলটিই এনাবল্ড হ্যান্ডসেট+ভিওএলটিই কভারেজ এরিয়া। ইউসিম কার্ডের মূল সুবিধা হচ্ছে ৪জি/ভিওএলটিই নেটওয়ার্কের জন্য গ্রাহকদের প্রস্তুত করা।
ইউসিম কার্ড ব্যবহার করতে কি ভিওএলটিই এনাবল্ড হ্যান্ডসেট প্রয়োজন? - ইউসিম কার্ড ব্যবহার করতে ভিওএলটিই হ্যান্ডসেটের প্রয়োজন নেই। কিন্তু ভিওএলটিই কাভারেজ এলাকার আওতায় ভিওএলটিই সুবিধা উপভোগ করতে ভিওএলটিই এনাবল্ড হ্যান্ডসেট প্রয়োজন।
ভিওএলটিই সেবার জন্য কি অতিরিক্ত কোন চার্জ এর প্রয়োজন হবে? ভিওএলটিই-তে কি বিল শকের কোনো সম্ভাবনা রয়েছে? - না স্যার / ম্যাডাম, ভিওএলটিই সেবার জন্য আপনাকে অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না । এখন আপনি যে মূল্যে ৪জি সেবা পাচ্ছেন সেই মূল্যেই ভিওএলটিই সেবা পাবেন ।
ভিওএলটিই হ্যান্ডসেট কোথায় পাবো? - কোন ফোনগুলো ভিওএলটিই সমর্থন করে তা জানতে অনুগ্রহ করে এই পেইজের তালিকা থেকে চেক করুন।
আমার হ্যান্ডসেট ভিওএলটিই সাপোর্ট করে কি না কিভাবে জানবো? কিভাবে আমার হ্যান্ডসেটে ভিওএলটিই এনাবল করবো? - প্রথমে, আপনার হ্যান্ডসেট থেকে ভিওএলটিই চালু করুন। তারপর মাই রবি অ্যাপে যান এবং কুইক লিঙ্ক থেকে "ভিওএলটিই"-তে ক্লিক করুন। তারপর অপশনটি টগল করুন।